কলকাতায়(Kolkata) শীতের আমেজ বজায় থেকেও ১ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। আলিপুর হাওয়া অফিস(Weather Office) সূত্রে খবর, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও নামতে পারে। শুধু কলকাতা(Kolkata) নয়, রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও নামবে পারদ।
আরও পড়ুন- Andhra Pradesh Flash Flood: অন্ধ্রপ্রদেশের কারাপ্পা জেলায় হড়পা বানে মৃত ৩, নিখোঁজ অন্তত ৩০
নভেম্বরের মাঝামাঝিতে এসেও শীতের দেখা নেই বঙ্গে। খামখেয়ালি আবহাওয়ার ফলে এরই মাঝে আবার বৃষ্টির পূর্বাভাস(Rain Forecast)। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সোমবার থেকে রাজ্যের বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস(Rain Forecast) হাওয়া অফিস সূত্রে।