গোটা রাজ্য জুড়েই রয়েছে শীতের আমেজ। সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তা আর থাকছে না। সোমবার কলকাতায় (Kolkata Weather) আরও নেমে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে ঢুকেছে পুরুলিয়া ও শ্রীনিকেতনে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (West Bengal Weather Department) ৷
Sheorafuli fire: শেওড়াফুলিতে বিধ্বংসী আগুন, এক রাতে ভস্মীভূত ৬টি কারখানা!
নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সুমাত্রা উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ আগামী সপ্তাহের মঙ্গল-বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে ৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে। সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে পূবালী হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে(West Bengal)।
সারা বাংলা জুড়েই এখন হেমন্ত কালের পরিবেশ। রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকায় শীতের আমেজ থাকছে। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকবে। ইতিমধ্যেই রাতে ও সকালের দিকে রীতিমতো শীতের আমেজ অনুভূত হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷