ঘোষিত হল জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন অ্যাডভান্সভ (জেইই অ্যাডভান্সড) ২০২১-এর ফলাফল। প্রকাশিত হয়েছে মেধাতালিকাও। তালিকায় প্রথম স্থানে রয়েছে জয়পুরের মৃদুল আগরওয়াল। আইআইটি-জেইই প্রবেশিকা পরীক্ষায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি স্কোর করে ইতিহাস গড়ল মৃদুল। পরীক্ষায় ৩৬০ নম্বরের মধ্যে ৩৪৮ নম্বর অর্থাৎ, ৯৬.৬৬ নম্বর পেয়ে মেধাতালিকার শীর্ষে মৃদুল। জেইই মেন ২০২১ পরীক্ষাতেও শীর্ষ স্থান দখল করেছিল মৃদুল।
২০১১-র পর জেইই অ্যাডভান্স পরীক্ষায় এটাই কোনও পরীক্ষার্থীর প্রাপ্ত সর্বোচ্চ নম্বর। গত এক দশকে সর্বোচ্চ স্কোর ৯৬ শতাংশ ছিল।