ইস্তফা দেওয়ার আগে সাংসদ তহবিলের বাকি টাকাও উন্নয়নে বরাদ্দ করে ফেললেন বাবুল সুপ্রিয়(Babul Supriyo)।ফেসবুকে এই সংক্রান্ত পোস্টে বাবুল (Babul Supriyo)লিখেছেন, ‘আসানসোল তাঁর জন্য সব সময়ই ভীষণ স্পেশাল। আসানসোলের জন্য তিনি যতটা পারবেন ততটাই বেশি করে যাবেন ।ইস্তফা দেওয়ার আগে নিজের তহবিলের অবশিষ্ট টাকা মঞ্জুর করে দিলেন। তিনি জানিয়েছেন, ৩ কোটি ৮৮ লক্ষ টাকা আগেই মঞ্জুর করেছিলেন। এ বার অবশিষ্ট ২ কোটি ২০ লক্ষ টাকাও মঞ্জুর করলেন। এই টাকায় চলবে আসানসোল লোকসভা এলাকার উন্নয়নের কাজ।আসানসোলের সাংসদের দেওয়া তালিকায় দেখা যাচ্ছে, মোট ১৫ টি প্রকল্পের জন্য তিনি ২ কোটি ১৭ লক্ষ টাকা মঞ্জুর করেছেন