মুক্তি পেল বহু প্রতীক্ষিত '৮৩' ছবির ট্রেলার। আর ট্রেলার মুক্তির প্রায় সঙ্গে সঙ্গেই ভাইরাল। ৩ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলার নিয়ে হইচই পড়ে গিয়েছে বলিউডে, নেটপাড়ায়।
১৯৮৩, ক্রিকেট বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয়ের গল্প নিয়েই তৈরি হয়েছে কবীর খানের এই ছবি। অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) ভূমিকায় দেখা যাবে রনভিরকে (Ranveer Singh)। ট্রেলারের মাত্র কয়েক ঝলকেই রনভির দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিলেন। আপামর ভারতবাসীর কাছে ক্রিকেট এক আবেগের নাম। ক্রিকেট নিয়ে তৈরি ছবিজুড়েও স্বাভাবিক ভাবেই উন্মাদনাও আকাশছোঁয়া।
আরও পড়ুন, মহাত্মার আশ্রমে নিজের হাতে চরকা কেটে ভক্তদের মন জিতে নিলেন সলমন
ছবিতে রনভিরের রিয়াল লাইফ স্ত্রী দীপিকা (Deepika Padukone) রিল লাইফেও অভিনয় করেছেন কপিল দেবের স্ত্রীয়ের ভূমিকায়। ট্রেলারেও দেখা গেল দীপিকাকে। বাকিটুকু দেখার জন্য আর একটু অপেক্ষা। সিনেমাহলে ছবি মুক্তি পাচ্ছে বড়দিনের ঠিক আগে, ২৪ ডিসেম্বর।