শোভন-বৈশাখীর সম্পর্ক ঘিরে রাজ্য রাজনীতিতে একাধিক গুঞ্জন। এবার আরও এক চমক। এবার শোভনের বেহালার বাড়ির মালিক হলেন বৈশাখী ।
সূত্রের খবর, প্রায় কয়েক কোটি টাকা খরচ করে শোভনের বেহালার বাড়ি কিনেছেন বৈশাখী। কিন্তু বেহালার বাড়ি বিক্রি করলেন কেন শোভন চট্টোপাধ্যায়?
কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র জানিয়েছেন, ‘আইনি খরচের জন্য অর্থনৈতিক সঙ্কট চলছে’। সেইকারনেই তিনি বৈশাখীকে বাড়ি বিক্রি করেছেন। বাড়ির মালিকানা হাতে পেয়েই রত্নাকে বাড়ি ছাড়ার হুঁশিয়ারি দুিয়েছেন বৈশাখী। বৈশাখীর শর্ত, মায়ের সঙ্গ ছাড়লে বাড়িতে থাকতে পারবেন শোভন-কন্যা’।