শাহরুখ পুত্র আরিয়ান খান সহ মাদক কাণ্ডে গ্রেফতার তিনজনকে ৭ অক্টোবর পর্যন্ত নার্কোটিক্স কন্ট্রোল বুরোর হেফাজতে। সোমবার মুম্বই কোর্ট একথা জানিয়েছে।
মুম্বইয়ের উপকূলে মাঝ সমুদ্রে চলা ক্রুস পার্টিতে হানা দিয়ে আরিয়ান খান সহ ১৩ জনকে প্রথমে আটক করে এনসিবি। পরে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামিচাকে গ্রেফতার করা হয়।
তদন্তের স্বার্থে আরিয়ান খানের ফোন বাজেয়াপ্ত করেছে এনসিবি। ড্রাগ কেনা ও টাকা লেনদেনের বিভিন্ন তথ্য উঠে এসেছে তাঁর ফোন থেকে। অ্যাডিশনাল সলিসেটর জেনারেল জানিয়েছেন, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে একাধিক ড্রাগ প্যাডলারের সঙ্গে যোগাযোগের নথি পাওয়া গিয়েছে। যা আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত।
আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্ডে জানান, আদালত শুধুমাত্র হোয়াটসঅ্য়াপ চ্যাটের ওপর ভিত্তি করে এই মামলা এগিয়ে নিয়ে যেতে পারে না। আরিয়ানের হেফাজতের মেয়াদ কমানোরও আবেদন করেছেন তিনি।