অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেলো সলমন খানের (Salman Khan) পরবর্তী ছবি 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ'-এর ট্রেলার। ছবিতে সলমন খান ছাড়াও অভিনয় করতে দেখা যাবে ভাইজানের ভগ্নিপতী আয়ুষ শর্মাকে। পরিচালক মহেশ মঞ্জরেকরের ছবি কেমন হতে চলেছে, তার একটা ঝলক পাওয়া গেল ছবির ট্রেলার দেখেই। দিওয়ালির পরপরই মুক্তি পাবে ছবিটি।
অভিনয় ছাড়াও ছবির প্রযোজনাতেও রয়েছেন সল্লু মিয়াঁ। কয়েকদিন আগেই ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছিলেন ভাইজান। যেখানে আয়ুষ শর্মাকে অ্যাকশন হিরোর লুকে দেখতে পেয়েছিলেন তাঁর অনুরাগীরা। এবার ট্রেলার মুক্তি পেল। কয়েক ঘণ্টাতেই ভাইরাল হয়েছে ট্রেলার।
এই ছবিতে সলমন খান, আয়ুষ শর্মা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রজ্ঞা জয়সওয়াল, মহিমা মাকওয়ানার মতো অভিনেতাদের। একটি গানে বিশেষ চরিত্রে দেখা যাবে বরুণ ধবনকেও।