করোনা পরিস্থিতির মধ্যে দেশবাসীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সোনু সুদ। এভাবে সবার মনে জায়গা করে নিয়েছেন তিনি। অনেকে আবার তাঁকে বসিয়েছেন ইশ্বরের স্থানে। তেলাঙ্গানায় মন্দির তৈরি করে সেখানে নিয়মিত তাঁর মূর্তি পুজো করা হয়। আর এ বার অন্ধ্রপ্রদেশে তাঁর পোস্টারে মালা পরিয়ে দুধ ঢাললেন অনুরাগীরা। টুইটারে এই ভিডিয়ো পোস্ট করে সোনু লেখেন, "আমি কৃতজ্ঞ"। তবে এই ভিডিয়ো দেখে দ্বিধাবিভক্ত নেটিজেনরা। কয়েকজন এর প্রশংসা করলেও বাকিদের মতে অভুক্তদের মধ্যে এই দুধ বিলিয়ে দেওয়া উচিত।