পকসো আইনে(POCSO case) শিশুদের সঙ্গে ওরাল সেক্স(Oral Sex) গুরুতর অপরাধ নয়, এমনই কারণ দেখিয়ে অপরাধীর সাজার মেয়াদ ১০ বছর থেকে কমিয়ে ৭ বছর করে দিল এলাহাবাদ হাইকোর্ট(Allahabad Highcourt)।
১০ বছরের এক নাবালকের সঙ্গে ওরাল সেক্স করার অভিযোগে ঝাঁসির নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন এক ব্যক্তি। সেই রায়কে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেন ব্যক্তি।
মামলার শুনানিতে বিচারপতি অনিল কুমার ওঝা বলেন, পকসো আইনের ৪ নম্বর ধারা অনুযায়ী শিশুর মুখের মধ্যে পুরুষাঙ্গ প্রবেশ করানো গুরুতর অপরাধ নয়।
২০১৬ সালের ঘটনা। শিশুর বাবার অভিযোগ ছিল যে, ঝাঁসিতে, ২০ টাকার বিনিময়ে দোষী ব্যক্তি শিশুটিকে ওরাল সেক্সে বাধ্য করেন। এরপরই নিম্ন আদালতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয় ও ১০ বছরের সাজা শোনানো হয়। সাজা কমিয়ে ৭ বছরের কারাদণ্ড দিল এলাহাবাদ হাইকোর্ট।