আগের বছরের পুজোটা কেটেছিল প্রবাসে । তবে এবার পুজোয় কলকাতায় রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । আজ, সপ্তমীর দিন সকালে পল্লীশ্রীর বাড়িতে দেখা গেল অভিনেত্রীকে । বাড়ির পুজোয় মহাসপ্তমীর অঞ্জলি দিলেন ঋতুপর্ণা ।
সকাল সকাল পল্লীশ্রীর বাড়িতে পৌঁছান অভিনেত্রী । সেখানেই অঞ্জলি দেন । কচিকলাপাতা রঙের শাড়িতে অপূর্ব লাগছিল ঋতুপর্ণাকে ।
প্রায় প্রতি বছরই বাড়ির পুজোতে থাকার চেষ্টা করেন ঋতুপর্ণা । তবে গত বছরটা সিঙ্গাপুরেই ছেলে-মেয়ে ও স্বামীর সঙ্গে কাটিয়েছিলেন । তবে এবার আর কলকাতার পুজো মিস করতে চাননি ।