রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে বিরাট ব্যবধানে জয় পেল তৃণমূল। এরপরই অভিনব কায়দায় বিজেপিকে দীপাবলীর শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তৃণমূল নেতা জানান, "এবার দীপাবলী আক্ষরিক অর্থেই শব্দবাজি-হীন। বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা।"
বিধানসভা উপনির্বাচনে সাতে সাত তৃণমূলের। প্রথমে ভবানীপুর ও মুর্শিদাবাদের দুই কেন্দ্রে জয় পায় দল। এরপর মঙ্গলবার চার কেন্দ্রেই বিরাট ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল। সব মিলিয়ে সাতটি উপনির্বাচনে ভরাডুবি হল বিজেপির। সেই নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক। বিজেপিকে অভিনব কায়দায় দীপাবলীর শুভেচ্ছা জানান তিনি।
মঙ্গলবার শান্তিপুর, গোসাবা, খড়দা ও দিনহাটা বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। চার কেন্দ্রেই বড় ব্যবধানে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা।