'নমস্কার, একমিনিট'...বছর কয়েক আগে সুজয় ঘোষের 'কাহানি' ছবির এই সংলাপ আজও দর্শকদের মনে টাটকা । আর এই সংলাপের সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায় এই ছবির বিখ্যাত চরিত্র 'বব বিশ্বাস'(Bob Biswas)-কে । আপাত ভালমানুষ, গোবেচারা ভাবভঙ্গি, কিন্তু পেশায় ভাড়াটে খুনি । সেই বব বিশ্বাসই আবারও ফিরছে পর্দায় । এবার এই চরিত্রটিকে নিয়েই তৈরি হয়েছে গোটা একটা ছবি । শুক্রবারই মুক্তি পেল ছবির ট্রেলার । নামভূমিকায় অভিনয় করছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ।
মোটা গোল ফ্রেমের চশমা, সিঁথি কাটা চুল । ট্রেলারে 'বব বিশ্বাস-এর চরিত্রে এই লুকেই দেখা গিয়েছে অভিষেক বচ্চনকে । সেই গোবেচারা ভাবভঙ্গি । তবে, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে বব বিশ্বাস । সে যে একজন ভাড়াটে খুনি ছিল, সেটাও তার মনে নেই । কিন্তু আদৌ কি তার স্মৃতিশক্তি হারিয়েছে নাকি সবটাই মিথ্যা ? এখানেই লুকিয়ে রহস্য ।
সুজয় ঘোষের কাহানি ছবিতে বব বিশ্বাসের চরিত্রে দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে । তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল । এবার সেই ভূমিকায় অভিষেক বচ্চন । অভিষেকের পাশাপাশি ছবিতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং, পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখ । ছবির পরিচালনায় সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ । প্রযোজনায় শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট । ৩ ডিসেম্বর জি-ফাইভ-এ মুক্তি পাবে এই ছবি ।