জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল তিনজন লস্কর-ই তৈবা জঙ্গির।
জঙ্গিদের হাতে শহীদ পাঁচ জওয়ানের মৃত্যুর বদলা নিল নিরাপত্তা বাহিনী। সোপিয়ানে এনকাউন্টার চলাকালে মারা গেল তিন জঙ্গি। তাদের মধ্যে এক জঙ্গির পরিচয় জানা গিয়েছে। ওই জঙ্গি গান্ধেরওয়ালের মুখতার শাহ। এই জঙ্গিই বিহার থেকে আসা এক সব্জি বিক্রেতাকে গুলি করে হত্যা করেছিল বলে জানা গিয়েছে।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, সোপিয়ানে গুলি বিনিময়ে যে তিন জঙ্গি মারা গিয়েছে, তারা লস্কর-ই-তৈবার সদস্য। বাকি দুই নিহত জঙ্গির পরিচয় জানাক চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, নিহত তিন জঙ্গির কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ আপত্তিজনক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। আপাতত ওই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী।