কোচবিহারের সীতাই এলাকায় BSF-এর গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে৷ সীমান্তরক্ষী বাহিনীর দাবু, মৃতরা গরু পাচারকারী। বিএসএফের কাজের সীমানা নিয়ে বৈঠক শুরুর আগে এই ঘটনায় বাড়ল উত্তাপ।
সম্প্রতি, বিএসএফ-এর নজরদারির এলাকা বাড়িয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi)। শুক্রবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। তিনি রাজ্য (West Bengal) প্রশাসনের কর্তাদের এবং বিএসএফ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।
BSF: বিএসএফের কাজের পরিসরবৃদ্ধি নিয়ে বৈঠক, আজ রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, থাকবেন না DMরা
এই পরিস্থিতিতে আজ, শুক্রবার সাতসকালে কোচবিহারের সাতভাণ্ডারী সীমান্তে চলল বিএসএফের গুলি। গরু পাচারকারী সন্দেহে এই গুলি চালানো হয়েছে বলে খবর। এই গুলি চালানোতেই মৃত্যু হয়েছে তিনজনের। যার মধ্যে রয়েছে দু’জন বাংলাদেশী ও একজন ভারতীয় নাগরিক বলে দাবি বিএসএফ সূত্রে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছেছে সিতাই থানার পুলিশ।