ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে ১২ জন যাত্রীর। বুধবার রাজস্থানের বার্মার-যোধপুর হাইওয়ের পাচপাদ্রা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন লেগে যায়।
দুর্ঘটনার পর কিছু যাত্রীকে রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে হাইওয়েতে নেমে আসতে দেখা যায়। রাস্তা ধারে অচৈতন্য হয়ে যান কিছু যাত্রী। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে আসেন। বাসটিতে মোট ২৫ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ১০ জনকে নিরাপদভাবে উদ্ধার করা গিয়েছে।
দুর্ঘটনার ফলে হাইওয়ে জুড়ে লম্বা ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে।