সোমবার সন্ধ্যায় রাজধানী শ্রীনগরের(Srinagar) উপকণ্ঠে জম্মু ও কাশ্মীর সশস্ত্র পুলিশের(Armed Police Force) বাসে দুই জঙ্গির(Terrorist) হামলায় নিহত হয়েছেন ২ জওয়ান। আহতের সংখ্যা অন্তত ১২।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পান্থচকের অদূরে জেওয়ানে জওয়ানদের কনভয়ের একটি বাসে হামলা হয়।
পুলিশের(Police) তরফে জানানো হয়েছে, হামলায় অন্তত ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ২ জন মারা যায়।
আরও পড়ুন- Rajnath Singh: 'ধর্মের ভিত্তিতে দেশভাগ ঐতিহাসিক ভুল', পাকিস্তানকে আক্রমণ রাজনাথ সিংয়ের
জম্মু ও কাশ্মীর(Jammu & Kashmir) পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীদের(Terrorist) সন্ধানে ইতিমধ্যেই এলাকাটি ঘিরে অনুসন্ধান অভিযান শুরু হয়েছে।