নিরাপত্তা বাহিনীর (Security Forces) গুলিতে নাগাল্যান্ডে (Nagaland) মৃত্যু হল অন্তত ১৩ জন নাগরিকের! এই ঘটনায় ক্ষোভে ফুটছে উত্তর-পূর্বের রাজ্যটি।
ফের উত্তপ্ত নাগাল্যান্ড (Nagaland)। নিরীহ নাগরিকদের উপর গুলি চালানোর অভিযোগ উঠল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক জওয়ানও রয়েছেন বলে জানা গিয়েছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী নেইফু রিও (Neiphiu Rio)।
Omicron in India: ভারতে চতুর্থ ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল
শনিবার রাতে নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। অভিযোগ, সে সময় স্থানীয় জঙ্গি সংঠন এনএসসিএন-এর সঙ্গে জড়িত সন্দেহে নিরীহ সাধারণ নাগরিকদের উপর গুলি চালান নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।