Ram Temple inauguration: অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Ram Temple inauguration: অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সোমবার রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ১২টা ৫ মিনিটে রাম মূর্তি নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন তিনি। গর্ভগৃহে উপস্থিত রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, RSS প্রধান মোহন ভগবৎ। এদিনের অনুষ্ঠানে প্রায় ৪ হাজার সাধু উপস্থিত রয়েছেন। এছাড়াও দেশ ও বিদেশের কয়েকশো আমন্ত্রিতের উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে। 

Sep 02, 2022 10:53 IST

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কী বললেন?

  • আজ আমাদের রাম এসে গিয়েছে
  • দীর্ঘদিনের প্রতিক্ষার পর রাম এসে গিয়েছে
  • এই শুভ সময়ে দেশবাসীকে ধন্যবাদ
  • আমি গর্ভগৃহ ঈশ্বরীয় চেতনার সাক্ষী থেকেছি
  • অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছি না
  • আমাদের রামলালা এখন তাবুতে থাকবে না। দেবতার মন্দিরে থাকবে
  • যেটা তৈরি হয়েছে সেটা দেশ ও বিশ্বের কোণায় কোণায় প্রত্যেক রাম ভক্তের অনুভূতি হবে। 
  • ২২ জানুয়ারি ২০২৪ এর সূর্য অদ্ভুত আভা নিয়ে এসেছে
  • এটা কোনও তারিখ নয়, এটা একটা কালচক্রের উদ্ভাবন হল
  • প্রতিদিন মানুষের মধ্যে বিশ্বাস বেড়েছে
  • আজ আমরা রামের মন্দির পেয়েছি
  • আজ থেকে হাজার বছর পরেও আজকের দিনের চর্চা হবে
  • এটা কোনও সামান্য সময় নয় এটা একটা কালচক্র
  • যেখানে রামের কাজ হয় সেখানে হনুমান থাকে
  • আমি এখন দৈব অনুভব করছি 
  • দীর্ঘদিন ধরে যে আপত্তি উঠেছিল তা শেষ হয়েছে
  • ভারতের সংবিধানেও রাম বিরাজমান
  • রামের মন্দির ন্যায়ের উপরেই তৈরি হয়েছে
  • দেশজুড়ে আজ উৎসব হচ্ছে
  • গোটা দেশে আজ দীপাবলি হবে
  • আজ সন্ধেতে প্রতিটি ঘরে ঘরে রামের উদ্দেশে প্রদীপ জ্বলবে
  • আমি নিজেকে সৌভাগ্য মনে করছি কারণ বিগত ১১ দিনে সাগর থেকে নদী পর্যন্ত আমি সফর করতে পেরেছি। 
  • বিভিন্ন ভাষায় আমি রামায়ণ শুনেছি
  • সব জায়গায়, প্রতিটি যুগে রাম রয়েছেন
  • রামের আদর্শ, রামের শিক্ষা সব জায়গায় সমান
  • রামের এই কাজের জন্য কত মানুষ বহু কিছু ত্যাগ করেছেন
  • আজকের দিনটা উৎসবের
  • শুধু বিজয় নয়, বিনয় হতে হবে আমাদের
  • অনেকেই বলেছিলেন রাম মন্দির তৈরি হলে আগুন লেগে যাবে। যারা বলেছিল তারা ভারতের বৈচিত্র জানে না।
  • ভারতে যেমন উৎসব হচ্ছে তেমন বিভিন্ন দেশে উৎসব চলছে। 
  • আজ শুধু রাম বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা নয়, আজ মানবিক মূল্য ও আদর্শের প্রাণ প্রতিষ্ঠা।
  • এটা একটি দেব মন্দির নয়, ভারতের সৃষ্টির মন্দির
  • এটা ভারতের রাষ্ট্র চেতনার মন্দির
  • এর প্রভাব আগামী হাজার বছর ধরে থাকবে
  • হাজার বছরের জন্য রামরাজ্য প্রতিষ্ঠা হল
  • কালচক্র বদল হচ্ছে
  • রামরাষ্ট্রের চেতনা বিস্তার হওয়া দরকার
  • প্রতিদিন প্রভু রামের পুজো করা দরকার
  • এই মন্দির শেখায়, লক্ষ্য যদি সঠিক থাকে তাহলে সেখানে পৌঁছনো অসম্ভব নয়।
  •  
Sep 02, 2022 10:53 IST

বক্তব্য রাখছেন RSS প্রধান মোহন ভগবৎ

কী বললেন তিনি?

  • আজকের আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। 
  • এক নতুন ভারত বিশ্বের কাছে পরিচিতি পাবে।
  • প্রাণ প্রতিষ্ঠার আগে কঠোর ব্রত রেখেছিলেন প্রধানমন্ত্রী
  • ৫০০ বছর পর আজ ফের রাম ফিরে এসেছে
  • আমরা ভারতবর্ষের সন্তান, সব কলহ, বিবাদ মিটিয়ে ফেলতে হবে। 
  • অহংকার বর্জন করতে হবে
  • ব্রহ্ম সত্য, সব জায়গায় রাম রয়েছে। 
  • আমরা নিজেদের দেশকে বিশ্বগুরু তৈরি করব।
  •  
Sep 02, 2022 10:53 IST

বক্তব্য রাখছেন যোগী আদিত্যনাথ

কী কী বললেন-

  • রামের নাম উচ্চারণ করে বক্তৃতা শুরু করেন
  • প্রায় ৫০০ বছর পর মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে।
  • আজ ঐতিহাসিক একটি দিন
  • আজ ভারতের প্রতিটি কোণ অযোধ্যায় পরিণত হয়েছে। সব জায়গায় রাম নাম জপ করা হচ্ছে।
  • মনে হচ্ছে আজ আমরা ত্রেতা যুগে এসে গিয়েছে। 
  • এই দিনেরই অপেক্ষায় ছিলাম আমরা
  • দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করে থাকতে হয়েছে আমাদের
  • আজ আমাদের আত্মা খুবই আনন্দ হচ্ছে
  • যেখানে মন্দির তৈরি করার কথা ছিল সেখানেই মন্দির তৈরি হয়েছে
  • পুরো ভারতকে একটি সূত্রে বেঁধেছে রাম 
  • আমরা খুবই ভাগ্যবান যে এই রামের কাজের সাক্ষী থাকতে পারছি
  • পুরো দুনিয়ায় রাম মন্দিরের নাম হচ্ছে
  • ধর্মনগরীতে পরিণত হয়েছে অযোধ্যা
  • অযোধ্যায় বিমানবন্দর চলবে
  • সরযু নদীতে ক্রুজ চলবে
  • ভারতের গৌরব পুণরায় প্রতিষ্ঠা করা হল
  • রামরাজ্য চালু হল
Sep 02, 2022 10:53 IST

মন্দিরের রেপ্লিকা উপহার প্রধানমন্ত্রীকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রাম মন্দিরের একটি রেপ্লিকা তুলে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

মন্দিরের রেপ্লিকা উপহার প্রধানমন্ত্রীকে
Sep 02, 2022 10:53 IST

মন্দিরের বাইরের মঞ্চে প্রধানমন্ত্রী

মূল মন্দিরের বাইরে তৈরি করা হয়েছে মঞ্চ। সেখানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মন্দিরের বাইরের মঞ্চে প্রধানমন্ত্রী
Sep 02, 2022 10:53 IST

সাধুদের সঙ্গে আলাপচারিতা প্রধানমন্ত্রীর

মন্দির চত্বরে উপস্থিত সাধুদের সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের সঙ্গে কথা বলছেন তিনি। 

Sep 02, 2022 10:53 IST

মন্দিরে পুষ্পবৃষ্টি

প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর মন্দির চত্বরে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবৃষ্টি করা হয়। 

Sep 02, 2022 10:53 IST

বিগ্রহকে সাষ্টাঙ্গ প্রণাম মোদীর

প্রাণ প্রতিষ্ঠার শেষে মূল বিগ্রহে সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী। 

Sep 02, 2022 10:53 IST

সম্পন্ন হল প্রাণ প্রতিষ্ঠা

দুপুর ১টা ১০ মিনিট নাগাদ ঘোষণা করা হয় রাম মন্দিরের মূল বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। সাধারণ ভক্তদের জন্য এবার মন্দির খুলে দেওয়া হবে। 

সম্পন্ন হল প্রাণ প্রতিষ্ঠা
Sep 02, 2022 10:53 IST

পানাগড়ে মিছিল

রাম মন্দিরের উদ্বোধন ঘিরে পানাগড়ে বিশেষ মিছিলের আয়োজন করা হয়। ধর্মীয় পতাকা সহযোগে ওই মিছিল শুরু হয়। 

পানাগড়ে মিছিল
Sep 02, 2022 10:53 IST

প্রধানমন্ত্রীর আরতি

মূল বিগ্রহে আরতি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও আরতি করেন মোহন ভগবৎ। 

প্রধানমন্ত্রীর আরতি
Sep 02, 2022 10:53 IST

মূল মূর্তি উন্মোচিত হল

অযোধ্যা রাম মন্দিরে উন্মোচন করা হল মূল মূর্তি। মূর্তিতে পুষ্পার্ঘ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, RSS প্রধান মোহন ভগবৎ এবং যোগী আদিত্যনাথ।

মূল মূর্তি উন্মোচিত হল
Sep 02, 2022 10:53 IST

স্লোগান, পালটা স্লোগানে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়

রাম মন্দির উদ্বোধনের দিনেই উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাম নাম স্লোগান তোলে পড়ুয়াদের একাংশ। উল্টো দিক থেকে বাম ছাত্র সংগঠনের তরফে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়। দুপক্ষের মধ্যে কার্যত ধস্তাধস্তি শুরু হয়। 

স্লোগান, পালটা স্লোগানে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়
Sep 02, 2022 10:53 IST

চলছে আচার-অনুষ্ঠান

মোহন ভগবৎ ও যোগী আদিত্যনাথ উপস্থিত থাকলেও মূল পুজোতে অংশগ্রহণ করেছেন শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চলছে আচার-অনুষ্ঠান
Sep 02, 2022 10:53 IST

শুরু হল প্রাণ প্রতিষ্ঠা পুজো

প্রাণ প্রতিষ্ঠার মূল পুজো শুরু হল গর্ভগৃহে। পুজোয় অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। RSS প্রধান মোহন ভগবৎ-ও রয়েছেন সেখানে।

শুরু হল প্রাণ প্রতিষ্ঠা পুজো
Sep 02, 2022 10:53 IST

মন্দিরে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী

মূল মন্দিরে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে রয়েছে বিশেষ মুকুট এবং বস্ত্র।

মন্দিরে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী
Sep 02, 2022 10:53 IST

কোচবিহারে শুরু বিশেষ পুজো

অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের আগেই কোচবিহারে শুরু হল বিশেষ পুজো। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সেখানকার মন্দির। 

কোচবিহারে শুরু বিশেষ পুজো
Sep 02, 2022 10:53 IST

গৌতম দেবের রাম ভজন

সোমবার সকাল থেকে রাম ভজন শুরু করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। হারমোনিয়াম সহযোগে ভজন শুরু করেন তিনি। 

গৌতম দেবের রাম ভজন
Sep 02, 2022 10:53 IST

রাম মন্দিরে প্রধানমন্ত্রী

ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী

Sep 02, 2022 10:53 IST

কলকাতায় মিছিল শুভেন্দুর

রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে কলকাতায় মিছিল করছেন শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল অ্য়াভিনিউ-এর রামমন্দির যাচ্ছেন তিনি।

কলকাতায় মিছিল শুভেন্দুর
Sep 02, 2022 10:53 IST

গান করছেন শঙ্কর মহাদেবন

রামের উদ্দেশে মন্দির চত্বরে গান গাইছেন গায়ক শঙ্কর মহাদেবন। 

গান করছেন শঙ্কর মহাদেবন
Sep 02, 2022 10:53 IST

BJP সাংসদ জগন্নাথ সরকারের বিশেষ উদ্যোগ

নিজের এলাকার ছোটো শিশুদের রাম সাজিয়ে তাঁদের পায়ে পুষ্প নিবেদন করেন জগন্নাথ সরকার। এবং তাঁদের মধ্যে মিষ্টি বিতরণ করেন তিনি।

BJP সাংসদ জগন্নাথ সরকারের বিশেষ উদ্যোগ
Sep 02, 2022 10:53 IST

পৌঁছলেন রজনীকান্ত

অযোধ্যা রাম মন্দিরে পৌঁছলেন দক্ষিণী তারকা রজনীকান্ত। সোমবার সকাল ১১টা নাগাদ সেখানে পৌঁছন তিনি।

পৌঁছলেন রজনীকান্ত
Sep 02, 2022 10:53 IST

আসানসোলে শোভাযাত্রা

রাম মন্দিরের উদ্বোধনের আগেই আসানসোলের কুলটির নিয়ামতপুরে শোভাযাত্রা।

আসানসোলে শোভাযাত্রা
Sep 02, 2022 10:53 IST

গান শুরু করলেন সনু নিগম

মন্দির চত্বরে ভজন-কীর্তন শুরু করলেন গায়ক সনু নিগম। 

গান শুরু করলেন সনু নিগম
Sep 02, 2022 10:53 IST

অযোধ্যা পৌঁছলেন প্রধানমন্ত্রী

সকাল ১০টা ৩০ এর কিছু পরে অযোধ্যা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণ প্রতিষ্ঠার সময় মূল মন্দিরের ভিতরে উপস্থিত থাকবেন তিনি। হেলিকপ্টারে পৌঁছলেন তিনি।

Sep 02, 2022 10:53 IST

বিশেষ বার্তা দিলেন সাইনা নেওয়াল

প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়াল। তিনি বলেন, "এই দিনে রাম মন্দিরে উপস্থিত থাকতে পেরে খুব গর্ব বোধ হচ্ছে। আজ রামের দর্শন পাওয়া যাবে। আমি খুব খুশি।"

Sep 02, 2022 10:53 IST

পৌছলেন একাধিক অভিনেতা অভিনেত্রী

রাম মন্দিরে পৌঁছলেন মাধুরী দীক্ষিত, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আয়ুশমান খুরানা, রণবীর কাপুর, আলিয়া ভাট এবং রোহিত শেট্টি।

Sep 02, 2022 10:53 IST

তামিলনাড়ু সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

BJP-র অভিযোগ, রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট বন্ধ রাখার জন্য মৌখিক নির্দেশ দিয়েছিল তামিলনাড়ু সরকার। এই অভিযোগে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছিল। 

এর পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু সরকারকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট। যদিও পুরো অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে তামিলনাড়ু সরকার। 

Sep 02, 2022 10:53 IST

অযোধ্যামুখী মিছিল

হাজার হাজার মানুষের মিছিল পৌঁছচ্ছে অযোধ্যার উদ্দেশে। সোমবার সকাল থেকেই মিছিল পৌঁছতে শুরু করেছে। 

অযোধ্যামুখী মিছিল
Sep 02, 2022 10:53 IST

সেজেছেন ভক্তরা

বিভিন্নভাবে নিজেদের সাজিয়ে তুলেছেন রাম ভক্তরা। রঙিন হয়ে উঠেছে অযোধ্যা। 

সেজেছেন ভক্তরা
Sep 02, 2022 10:53 IST

উপস্থিত ভারতী গ্রুপের প্রতিষ্ঠাতা

রাম মন্দিরে পৌঁছলেন ভারতী গ্রুপের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

Sep 02, 2022 10:53 IST

পরিচালক মধুর ভান্ডারকর এবং কঙ্গনা রানাওয়াত

প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত থাকতে মন্দিরে পৌঁছে গিয়েছেন পরিচালক মধুর ভান্ডারকর এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। 

পরিচালক মধুর ভান্ডারকর এবং কঙ্গনা রানাওয়াত
Sep 02, 2022 10:53 IST

LED স্ক্রিন খুলে নেওয়ার অভিযোগ

কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমনের অভিযোগ, রাম মন্দিরের মূল অনুষ্ঠান দেখানোর জন্য LED স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেগুলি খুলে দিয়েছে তামিলনাড়ু সরকার। 

Sep 02, 2022 10:53 IST

পৌঁছলেন অমিতাভ বচ্চন

রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেতা অমিতাভ বচ্চন। ইতিমধ্যে মন্দির চত্বরে পৌঁছে গিয়েছেন তিনি। 

Sep 02, 2022 10:53 IST

কী বললেন উপ-রাষ্ট্রপতি

'ভগবানের উপর বিশ্বাস'-রাম মন্দির উদ্বোধনের আগে এমনই মন্তব্য করলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

Sep 02, 2022 10:53 IST

পৌঁছলেন মোহন ভগবৎ

১০টা ২০ মিনিট নাগাদ মন্দিরে পৌঁছলেন RSS এর প্রধান মোহন ভগবৎ

পৌঁছলেন মোহন ভগবৎ
Sep 02, 2022 10:53 IST

থাকছেন না লালকৃষ্ণ আডবাণী

রামমন্দির উদ্বোধনের মূল অনুষ্ঠানে লালকৃষ্ণ আডবাণী উপস্থিত থাকবেন না বলেই জানা গিয়েছে। প্রবল ঠান্ডার জন্যই সেখানে যেতে পারছেন না তিনি।  

Sep 02, 2022 10:53 IST

প্রধানমন্ত্রী কখন পৌঁছবেন?

সকাল সাড়ে ১০টা নাগাদ অযোধ্যার রাম মন্দিরে পৌঁছনোর সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর তিনি মূল বিগ্রহের দর্শন করতে পারেন। 

প্রধানমন্ত্রী কখন পৌঁছবেন?
Sep 02, 2022 10:53 IST

ভিড় জমিয়েছেন সাধুরা

হাজার হাজার সাধু ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাঁরা।  

ভিড় জমিয়েছেন সাধুরা
Sep 02, 2022 10:53 IST

মন্দিরে পৌঁছলেন যোগী আদিত্যনাথ

রাম মন্দিরে পৌঁছলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সকাল ১০ টা ৫৫ মিনিট নাগাদ সেখানে পৌঁছন তিনি। উপস্থিত আমন্ত্রিতদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি। 

মন্দিরে পৌঁছলেন যোগী আদিত্যনাথ
Sep 02, 2022 10:53 IST

অনুষ্ঠান সূচি

  • সর্বপ্রথম কলস যাত্রা শুরু হবে।
  • সকালের বিশেষ পুজো করবেন পুরোহিত
  • ১২টা ২০ মিনিট থেকে প্রাণ প্রতিষ্ঠার মূল পুজো শুরু হবে।
  • মঙ্গলবার থেকে সকলের জন্য মন্দির খুলে দেওয়া হবে। 
অনুষ্ঠান সূচি
Sep 02, 2022 10:53 IST

কলস যাত্রা

অযোধ্যার রাম মন্দিরে কলস যাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। শুরু হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার আগের আচার। 

কলস যাত্রা
Sep 02, 2022 10:53 IST

রাম মন্দির উদ্বোধন উপলক্ষে লোকাল ট্রেনে লাড্ডু বিতরণ

সোমবার ডাউন শান্তিপুর লোকাল ফুল দিয়ে সাজিয়ে তুলেছেন নিত্যযাত্রীরা। অযোধ্যা রাম মন্দিরের ছবি লাগিয়েছেন তাঁরা। ট্রেনর সকল যাত্রীদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। 

রাম মন্দির উদ্বোধন উপলক্ষে লোকাল ট্রেনে লাড্ডু বিতরণ
Sep 02, 2022 10:53 IST

বিশ্বের বিভিন্ন জায়গায় শুরু অনুষ্ঠান

প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রবাসী ভারতীয়রা লাড্ডু বিতরণ করেন। 

Sep 02, 2022 10:53 IST

সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দির

সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দির
Sep 02, 2022 10:53 IST

দমদম রোডে কলস যাত্রা

দমদম রোডে কলস যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে। 

দমদম রোডে কলস যাত্রা
Sep 02, 2022 10:53 IST

কী জানালেন প্রধান পুরোহিত?

প্রাণ প্রতিষ্ঠার প্রাক্কালে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানান, রাম বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে যত সমস্যার সমাধান হবে। গোটা দেশে যে পরিবর্তন হবে তা অত্যন্ত ভালো হবে। সব মানুষ নিজেদের মধ্যে মিলেমিশে থাকবে। 

কী জানালেন প্রধান পুরোহিত?
Sep 02, 2022 10:53 IST

মূল অনুষ্ঠান কখন শুরু হবে? 

রাম মন্দির ট্রাস্টের দেওয়া অনুষ্ঠানসূচি অনুযায়ী দুপুর ১২টা ২০ থেকে অনুষ্ঠান শুরু হবে। এবং বেলা ১ টার মধ্যে শেষ হবে প্রাণ প্রতিষ্ঠার যাবতীয় আচার। 

Sep 02, 2022 10:53 IST

সেজে উঠেছে অযোধ্যার বিভিন্ন এলাকা

আলপনা, ফুল সহ বিভিন্ন সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার বিভিন্ন এলাকা ও রাস্তা। 

সেজে উঠেছে অযোধ্যার বিভিন্ন এলাকা
Sep 02, 2022 10:53 IST

নিরাপত্তা

কঠোর নিরাপত্তা অযোধ্যায়। বিভিন্ন এলাকায় সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করা হয়েছে অনেক জায়গায়। 

নিরাপত্তা
Sep 02, 2022 10:53 IST

বাড়ছে ভিড়, একাধিক জায়গায় ব্যারিকেড

ভোর থেকে হাজার হাজার ভক্ত যাচ্ছেন অযোধ্যায়। সোমবার কয়েক লাখ লোক সমাগম হতে পারে প্রশাসনের ধারণা। ভিড় নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে। 

Sep 02, 2022 10:53 IST

রাম মন্দির তৈরির ইতিহাস

দীর্ঘদিন বিতর্ক চলার পর অবশেষে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের নির্দেশে রাম মন্দির তৈরি করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী ছাড়াও দেশের ও বিদেশের প্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে চলতে থাকা ওই বিতর্ক থেকে কীভাবে রাম মন্দির তৈরি হল? জেনে নেওয়া যাক সেই ইতিহাস-

১৫২৮ সাল- কথিত আছে মুঘল সাম্রাজ্য চলাকালীন মীর বাকি বাবরি মসজিদ তৈরি করেছিলেন। 

১৮৮৫ সাল- মহন্ত রঘুবীর দাস  ফইজাবাদ আদালতে একটি মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, রাম জন্মভূমির স্থানে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে। 

১৯৪৯ সাল- বিতর্কিত কাঠামোর বাইরের একটি জায়গায় রামের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। 

১৯৫০ সাল- ফইজাবাদ আদালতে ফের একটি মামলা দায়ের করেন গোপাল সিমলা বিশারদ নামে এক ব্যক্তি। যে রামের মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে পুজো করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন।

১৯৫৯ সাল- নিরমোহী আখরা ওই বিতর্কিত জায়গা ফিরিয়ে দেওয়ার জন্য ফের একটি মামলা দায়ের করে। 

১৯৬১ সাল- এবার বিতর্কিত জমি মুসলিমদের ফিরিয়ে দেওয়ার দাবি করেন এক ব্যক্তি। তিনি আদালতে মামলা দায়ের করেন। 

১৯৮১ সাল- উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে একটি মামলা দায়ের করা হয়। দাবি করে ওই জমি তাদের ফিরিয়ে দিতে হবে।

১৯৮৬ সাল- দীর্ঘ শুনানির পর আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় ওই জায়গায় পুজো করতে পারবেন হিন্দুরা। 

১৯৯২ সাল- বিতর্কিত জমিতে গড়ে ওঠা কাঠামো ভেঙে ফেলা হয়। হাজার হাজার করসেবক ওই বিতর্কিত স্থানে সেদিন জড়ো হয়েছিলেন। 

১৯৯৩ সাল- কেন্দ্রীয় সরকারের তরফে একটি আইন পাস হয়। যার নাম "Acquisition of Certain Area at Ayodhya Act"। মূলত ওই আইন প্রয়োগ করেই বিতর্কিত জমির দখল নেয় কেন্দ্রীয় সরকার। সেই বছরই এলাহাবাদ হাইকোর্টে একাধিক রিট পিটিশন দাখিল করা হয়। 

২৪ অক্টোবর ১৯৯৪ সাল- হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। জানিয়ে দেয় যে স্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তা মুসলিমদের নয়। 

২০০২ সাল- এলাহাবাদ হাইকোর্টে ফের একটি মামলার শুনানি শুরু হয়। বিতর্কিত জমির অধিকারী কারা সেই নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। 

১৩ মার্চ ২০০৩ সাল- এলাহাবাদ হাইকোর্ট নির্দেশ দেয় ওই বিতর্কিত এলাকায় কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। কোনও ধর্মের মানুষই ওই জমি ব্যবহার করতে পারবেন না। 

৩০ সেপ্টেম্বর ২০১০ সাল- হাইকোর্ট একটি সিদ্ধান্তে আসে। ওই বিতর্কিত জমি সুন্নি ওয়াকফ বোর্ড এবং নিরমোহী আখড়ার মধ্যে ভাগ করে দেয়। 


৯ মে ২০১১ সাল: ২০১০ সালে দেওয়া হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। 

২৬ ফেব্রুয়ারি ২০১৬ সাল- বিজেপি নেতা সুভ্রমণিয়ম স্বামী সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে। তাঁর আবেদন ছিল বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির অনুমতি দিতে হবে। 

২১ মার্চ ২০১৭ সাল- তৎকালীন বিচারপতি জে এস খেহর পুরো বিষয়টি আদালতের বাইরে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন। 

৭ অগাস্ট ২০১৭ সাল- ১৯৯৪ সালে হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে উত্তর প্রদেশ সিয়া ওয়াকফ বোর্ড। 

২০ নভেম্বর ২০১৭ সাল- উত্তর প্রদেশ সিয়া ওয়াকফ বোর্ডের তরফে আদালতের কাছে জানানো হয় অযোধ্যায় রাম মন্দির তৈরি করা হোক এবং লখনউ-এ মসজিদ তৈরির অনুমতি দেওয়া হোক। 

১ ডিসেম্বর ২০১৭: সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ৩২ টি সংগঠন। ওয়াকফ বোর্ড ও রাম মন্দির ট্রাস্টির মধ্যে জমি ভাগ করে দেওয়ার বিষয়ে এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে তারা।

৮ ফেব্রুয়ারি ২০১৮: সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি শুরু হয়। 

৬ জুলাই ২০১৮ সাল: উত্তর প্রদেশ সরকার আদালতে জানান, কয়েকটি মুসলিম সংগঠন শুনানি প্রক্রিয়া দীর্ঘ করার চক্রান্ত করেছিল। 

২০ জুলাই ২০১৮ সাল: রায়দান স্থগিত রাখে শীর্ষ আদালত। 

২০১৯ সাল: ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্ট। যার নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। 

৯ নভেম্বর ২০১৯ সাল:প্রায় ৭০ বছর ধরে চলতে থাকা টানাপোড়েনের ইতি হয়। রায় দান করে সুপ্রিম কোর্ট। জানিয়ে দেয়, কেন্দ্রীয় সরকারের তরফে একটি ট্রাস্ট গঠন করে দেওয়া হবে। এবং এবং তারা ২.৭৭ একর জমি পাবে। যেখানে রাম মন্দির গড়ে উঠবে। পাশাপাশি মসজিদ তৈরির জন্য ৫ একর জমি দেওয়ারও নির্দেশ দেয় আদালত। 

৫ অগাস্ট ২০২০: রামমন্দিরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

২২ জানুয়ারি ২০২৪: রাম মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

ADVERTISEMENT

ADVERTISEMENT

এর পর

Kashmir Attack:  ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক

Maha Kumbh 2025 : শিবরাত্রিতে অমৃত স্নান, সাড়ে ৬৫ কোটি মানুষের মিলনে সম্পন্ন এবারের কুম্ভ মেলা

Maha Kumbh 2025 : শিবরাত্রিতে অমৃত স্নান, সাড়ে ৬৫ কোটি মানুষের মিলনে সম্পন্ন এবারের কুম্ভ মেলা

Rekha Gupta : রামলীলা থেকে নয়া শপথ, দিল্লিতে এবার রেখার রাজত্ব

Rekha Gupta : রামলীলা থেকে নয়া শপথ, দিল্লিতে এবার রেখার রাজত্ব

Sam Pitroda: চিন নিয়ে মন্তব্য়, স্যাম পিত্রোদাকে আক্রমণ বিজেপির, USAID ফান্ড নিয়েও আক্রমণ

Sam Pitroda: চিন নিয়ে মন্তব্য়, স্যাম পিত্রোদাকে আক্রমণ বিজেপির, USAID ফান্ড নিয়েও আক্রমণ

Earthquake in Delhi : নড়ে গেল ধৌলাকুঁয়ার মাটি, দুলেই ঘুম ভাঙল দিল্লির, সবাইকে শান্ত থাকতে বললেন মোদী

Earthquake in Delhi : নড়ে গেল ধৌলাকুঁয়ার মাটি, দুলেই ঘুম ভাঙল দিল্লির, সবাইকে শান্ত থাকতে বললেন মোদী

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

Maghi Purnima 2025 : হেলিকপ্টার থেকে গোলাপ পাপড়ি, মাঘী পূর্ণিমায় পূণ্যস্নান প্রয়াগ থেকে সাগরে

Editorji Technologies Pvt. Ltd. © 2022 All Rights Reserved.