বলিউড সরগরম গোবিন্দা-সুনীতা-র বিচ্ছেদের খবরে । কানাঘুষো খবর, তৃতীয় ব্যক্তির জন্য ভাঙতে চলেছে ৩৭ বছরের দাম্পত্য । মারাঠি অভিনেত্রীর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন হিরো নম্বর ওয়ান । নিন্দুকরা বলছেন, একসঙ্গে থাকছেন না গোবিন্দা-সুনীতা । একই সঙ্গে বিভিন্ন সময় সুনীতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচ্ছেদের জল্পনাকে উসকে দিয়েছে । তবে, দিন কয়েক আগেই গোবিন্দা যখন গুলির আঘাতে জখম হয়েছিলেন, সেইসময় অভিনেতার পাশে পাশেই থাকতে দেখা গিয়েছে সুনীতাকে । তাহলে হঠাৎ কী হল ? আদৌ কি বিচ্ছেদের খবর সত্যি ? সম্প্রতি, এই বিষয়ে মুখ খুলেছেন তাঁদের আইনজীবী ললিত বিন্দাল । আসল সত্যিটা কী, জানিয়ে দিলেন তিনি ।
তারকা জুটির বিবাহ বিচ্ছেদের আবেদন ৬ মাস আগেই করা হয়েছিল । আবেদন করেছিলেন অভিনেতার স্ত্রী সুনীতাই । তবে, বর্তমানে নাকি দু'জনের সম্পর্কের উন্নতি হয়েছে । একসঙ্গেই থাকছেন তাঁরা । এমনটাই জানিয়েছেন আইনজীবী । তাঁর কথায়, স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা বা মন কষাকষি তো হয়েই থাকে । আবার ঠিকও হয়ে যায় । গোবিন্দা-সুনীতার ক্ষেত্রেও একই । ওঁদের মধ্যে এখন সব ঠিকঠাক আছে। একসঙ্গেই থাকবেন তাঁরা ।
বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুলেছেন গোবিন্দাও । সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, এখন তিনি শুধু সিনেমা নিয়ে কথা বলতে চান । খুব শীঘ্রই তাঁর নতুন সিনেমা আসছে । এখন সেই কাজেই ব্যস্ত তিনি । আসলে পুরো বিষয়টা কৌশলে এড়িয়ে গিয়েছেন গোবিন্দা ।
গোবিন্দার ম্যানেজারও বিচ্ছেদের গুজব উড়িয়ে দিয়েছেন । তবে, তিনি জানিয়েছেন, একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে । কিন্তু কী নিয়ে সেই আইনি নোটিশ সেটার বিষয়ে এখনও কিছু জানা যায়নি । একইসঙ্গে গোবিন্দা জানিয়েছেন, সুনীতা মাঝেমধ্যেই নানারকম কথা বলছেন বিভিন্ন সাক্ষাৎকারে, সেই কারণেই বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে । তাঁরা যে একসঙ্গে থাকছেন না, খবরটাও সত্যি নয় বলে জানিয়েছেন গোবিন্দার ম্যানেজার । তাঁর কথায়, রাজনৈতিক কারণে গোবিন্দাকে বাংলোতে বেশি সময় কাটাতে হচ্ছে । তবে, ফ্ল্যাটেও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ৬০ বছরের অভিনেতা ।
সুনীতার বিতর্কিত মন্তব্য
সুনীতা এক সাক্ষাৎকারে গোবিন্দা সম্পর্কে বলেন, 'গোবিন্দার বয়স এখন ৬০ । হাতেও তেমন কোনও কাজ নেই। সারাদিন বসেই থাকে। এখন যদি পরকীয়ায় জড়িয়ে পড়ে, তাহলে বেশ দুশ্চিন্তার বিষয় । তাঁর এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে ।
বলিউডে গোবিন্দা-সুনীতার বিচ্ছেদ নিয়ে নানারকম খবর সামনে আসছে ঠিকই, অথচ একটা সময়, একে অপরের প্রেমে হাবুডুবু খেয়েছেন গোবিন্দা-সুনীতা । কীভাবে তাঁরা প্রেমে পড়েন, আজ সেই গল্পই বলব আপনাদের ।
গোবিন্দা-সুনীতা চাইল্ডহুড লাভ বার্ডস । গোবিন্দার মামী আসলে সুনীতার দিদি । কেরিয়ারে যখন স্ট্রাগল করছেন গোবিন্দা, তখন মামা-র কাছেই থাকতেন । তখনই সুনীতার সঙ্গে তাঁর আলাপ । সুনীতাও প্রায়ই দিদি-জামাইবাবুর বাড়িতে আসতেন, থাকতেন । সেই থেকে দু'জনের পরিচয়, বন্ধুত্ব । তবে, প্রথম দিকে একেবারেই দু'জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না । তবে, ডান্স তাঁদের দু'জনকে কাছাকাছি আনে ।
এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছেন,'আমরা যখন ছোট ছিলাম, একসাথে নাচ করতাম । আমার জামাইবাবু উৎসাহ দিতেন । সেই থেকে শুরু । আমরা একে অপরকে ডেট করা শুরু করি ।'১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দা এবং সুনিতা। তখন সুনীতার বয়স ১৮, আর গোবিন্দা ২৪ ।
তবে, গোবিন্দা-সুনীতার বিয়ে ছিল বলিউডের টপ সিক্রেট । বহুদিন অভিনেতা তাঁর রিলেশনসিপ স্ট্যাটাস গোপনেই রেখেছিলেন । তাঁর বন্ধু ও ঘনিষ্ঠরা নাকি গোবিন্দাকে পরামর্শ দিয়েছিলেন, জনসমক্ষে যদি বিয়ের কথা প্রকাশ্যে আসে, তাহলে গোবিন্দার কেরিয়ারে প্রভাব পড়বে । তাই বহুদিন গোপনেই রেখেছিলেন তাঁর বিয়ের খবর ।
মাত্র ১৯ বছরেই মা হন সুনীতা । অভিনেত্রী টিনা তাঁদের প্রথম সন্তান । ৯ বছর পর তিন থেকে চার হন তাঁরা । ছেলে যশবর্ধনের জন্ম দেন সুনীতা । বলিউডে ডেবিউ করার জন্য এখন তৈরি হচ্ছেন গোবিন্দা পুত্র । তবে, জানেন কি, গোবিন্দা-সুনীতার আরও একটা মেয়ে হয়েছিল । কিন্তু, ৪ মাস বয়সেই তার মৃত্যু হয় ।
কত স্বপ্ন নিয়ে ঘর বাঁধে দু'টি মানুষ । সুখে, দুঃখে, হাসি-কান্নায় বেঁধে বেঁধে থাকেন তাঁরা । কিন্তু, হঠাৎ একটা ঝড়, আঁধার নামে তাঁদের সাজানো স্বপ্নের সংসারে । বলিউডের তারকা জুটি গোবিন্দা-সুনীতাও ছোট্ট একফালি সুখ সাজিয়েছিলেন । কিন্তু তাঁদের সম্পর্কেও বিচ্ছেদের কালো মেঘ ঘনাচ্ছে । নিন্দুকরা সেরকমই বলছেন । পেজ থ্রি-তে তাঁদের নিয়েই চর্চা চলছে । গসিপের গন্ধ কি এত সহজে বাসি হয়ে যায় ? বিচ্ছেদ ইস্যু নিয়ে পুরনো অনেক খবর এখন উঠে আসছে । জানেন কি, বলিউডের এক নায়িকার জন্য সুনীতার সঙ্গে এনগেজমেন্ট পর্যন্ত ভেঙে দিয়েছিলেন গোবিন্দা । কী ঘটেছিল, চলুন জেনে নিই ।
সুনীতার সঙ্গে যখন গোবিন্দার প্রেম, সেইসময় স্টার ছিলেন না তিনি । স্ট্রাগল করছিলেন । প্রথমে বিজ্ঞাপনে কাজ করেছেন, তারপর সিনেমায় ডেবিউ গোবিন্দার । অভিনেতার কেরিয়ারের একেবারে প্রথম দিকের সিনেমা 'লভ 86'। সেইসময় নীলম কোঠারির সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স মন জয় করে নিয়েছিল । ক্যামেরার সামনে দু'জনের মাখো মাখো প্রেম নাকি ক্যামেরার পিছনেও ছিল । অথচ তখন সুনীতার সঙ্গে এনগেজড ছিলেন অভিনেতা । অথচ নীলম এই বিষয়ে কিছুই জানতেন না । গোবিন্দা এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, নীলমের প্রেমে মজেছিলেন তিনি । বিয়ে করার জন্য সুনীতার সঙ্গে এনগেজমেন্ট ভাঙতেও গোবিন্দার আপত্তি ছিল না ।
নীলমের প্রতি গোবিন্দার দুর্বলতার আঁচ পেয়েছিলেন সুনীতাও । গোবিন্দা নাকি সুনীতার কাছে নীলমের প্রশংসা করতেন । এমনকী, নীলমের মতো হয়ে উঠতে বলতেন তাঁকে । গোবিন্দা নিজেই একথা জানিয়েছেন । এক সাক্ষাৎকারে ছোটে মিঞা জানান, নীলমের প্রশংসা করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি । বন্ধুদের কাছে,পরিবারের কাছে,এমনকি সুনিতার কাছেও । সুনীতাকে তিনি বলতেন নিজেকে বদলে নীলমের মতো হতে। তাঁর কাছ থেকে শিখতে। সুনীতা বিরক্ত হয়ে যেত।
শুধু নীলম নয়, সময়ের সঙ্গে সিনেমার বহু নায়িকার সঙ্গেই নাম জড়িয়েছে গোবিন্দার । বিয়ের পর নাকি দিব্যা ভারতীর প্রেমে পড়েছিলেন গোবিন্দা । রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়ায় । সিনেমা করতে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা । অন্যদিকে, মাধুরী দীক্ষিত, রবিনা ট্যান্ডনের প্রতি নাকি দুর্বলতা ছিল গোবিন্দার ।