বছরভর টলিউডের যে সেলিব্রিটি কাপল ছিনিয়ে নিলেন সকল আকর্ষণ, দীপাবলিতেও লাইমলাইটে তাঁরাই। আলোর উৎসবে ভক্তদের দিলেন দারুণ উপহার। এই প্রথম সামনে এল মায়ের সঙ্গে ছোট্ট ঈশানের ছবি। সেখানেই শেষ নয়। দাদা রেয়াংশ, মানে যশের বড় ছেলের সঙ্গেও ঈশানের ছবি এল প্রকাশ্যে। রিয়াংশের কোলে শুয়ে তার ছোট ভাই ঈশান।
যশের হাতে আলতো ছোঁয়া, ভূস্বর্গ থেকে ভিডিও পোস্ট নুসরতের
এ দিন নুসরত জাহান যশ দুজনেই নিজেদের সাজিয়েছিলেন বেগুনি সিল্ক শাড়ি এবং বেগুনি পাঞ্জাবি আর সাদা চোস্ত পাজামায়। প্রকাশ্যে এল নুসরতের কোলে ঈশানের ছবি! মুখ যদিও দেখা যায়নি। মা-বাবার রঙে রঙিন একরত্তি নুসরতের কোলে শুয়ে।রিয়াংশের সঙ্গে তোলা ঈশানের ছবিতে নুসরত-পু্ত্রের মুখ স্পষ্ট। দাদার কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে।