ভারতের সবচেয়ে সফল ODI অধিনায়ক বিরাট কোহলিকে(Virat Kohli) বুধবার BCCI অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিরাট কোহলিকে(Virat Kohli) পদত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর প্রতিক্রিয়া না পাওয়ার পর বোর্ড নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে।
বিরাট কোহলি(Virat Kohli) ওয়ানডে অধিনায়ক হিসেবে দলকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তা নিয়ে সংশয়ের কোনও অবকাশ নেই। তাঁর নেতৃত্বে দলের ৭০% জয়। ভারতের সফল অধিনায়ক হিসেবে বিবেচিত মহেন্দ্র সিং ধোনী(MS Dhoni) বা সৌরভ গাঙ্গুলীদের(Sourav Ganguly) তুলনায় সাফল্য অনেক বেশি। কোহলির(Virat Kohli) নেতৃত্বে ১৯টি সিরিজে ভারত(India) হেরেছে মাত্র ৪টিতে। বাকি ১৫টিতেই দুরন্ত জয় পেয়েছে দল। ঘরের মাঠে ৯টি সিরিজের মধ্যে বিরাটের(Virat Kohli) অধিনায়কত্বে দল হেরেছে মাত্র একটিতে।
অধিনায়ক কোহলির নেতৃত্বে ভারত(India) ঘরের মাঠে ৩৫টি ম্যাচের মধ্যে ২৪টিতে জিতেছে। বিদেশের মাটিতে ৪২টি ম্যাচে তাঁর নেতৃত্বে ভারত হেরেছে মাত্র ১১টিতে।
কিন্তু ICC-এর মতো বড়ো মঞ্চে কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের হয়ে কোহলি একটিও ICC শিরোপা ঘরে আনতে পারেননি। তাঁর নেতৃত্বে ভারত ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির(Champion’s Trophy) ফাইনালে, ২০১৯ সালের ODI বিশ্বকাপের সেমিফাইনাল এবং ২০২১ সালের T20 বিশ্বকাপের(World Cup) গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল। শুধু তাই নয়, ভারতের ইতিহাসে তিনিই একমাত্র অধিনায়ক, যিনি বিশ্বকাপে পাকিস্তানের(Pakistan) বিরুদ্ধে ম্যাচ হেরেছেন।
কোহলি(Virat Kohli) ইতিমধ্যেই ভারতীয়(India) দলের পাশাপাশি IPL-এও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের(RCB) অধিনায়কত্ব ত্যাগ করেছেন। অনেক বিশেষজ্ঞই মনে করছেন, অধিনায়কত্বের ভার লাঘব হওয়ার ফলে আবারও সেই বিধ্বংসী এবং আক্রমণাত্মক ব্যাটার হিসেবে বিরাটকে দেখা যাবে ভবিষ্যতে।