ওয়েব সিরিজে এবার গোয়েন্দা চরিত্রে আত্মপ্রকাশ করছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী(Ritwick Chakraborty) । ওয়েব সিরিজের নাম 'গোরা'(Gora) । গোয়েন্দা গোরা আসলে 'প্রাইভেট ডিফেকটিভ' । আর এখানেই গল্পে রয়েছে টুইস্ট । সম্প্রতি মুক্তি পেল ওয়েব সিরিজের টিজার ।
প্রাইভেট ডিটেক্টিভ গৌরব সেন । গোরা নামেই পরিচিত । খুনের রহস্যের কিনারা করেন তিনি । কিন্তু একটা খুন হলে তার কাছে যাওয়ার উপায় নেই । কারণ তিনি সিরিয়াল কিলার স্পেশালিস্ট । এদিকে, গোয়েন্দা হয়ে নিজের মক্কেলের নাম পর্যন্ত মনে রাখতে পারেন না । তাহলে তিনি 'ডিটেক্টিভ' না 'ডিফেক্টিভ' । প্রশ্ন জাগে ।
রহস্য-রোমাঞ্চের পাশাপাশি কৌতূকের স্বাদ পাওয়া যাবে এই সিরিজে । ওয়েব সিরিজে ঋত্বিক ছাড়াও অভিনয় করছেন ইশা সাহা । পরিচালক সায়ন্তন ঘোষাল । আাগামী বছর জানুয়ারি মাসে হইচই-এ মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি ।