শুধু টক অফ দ্য টাউন নয়, সারা দেশই এখন ভিকি-ক্যাটরিনার (Vicky Katrina) বিয়ে নিয়ে সরগরম। বছরের সবচেয়ে আলোচ্য সেলেব বিয়েতে যতই আড়াল তৈরি করা হয়, ভক্তদের কৌতুহলও ততই বাড়ে।
ভিকি-ক্যাটের অনুরাগীরা এখন ছেটখাটো কিছু বিষয়ও মিস করতে নারাজ। কড়া ঘেরাটোপের মধ্যে থেকেও যেটুকু খবর বাইরে আসছে, জানা যাচ্ছে, তাঁদের বিয়েতে ২০০ জন মতো আমন্ত্রিত।
ভিকি-ক্যাটের ঘনিষ্ঠরা জানিয়েছেন, আমন্ত্রিতদের একটি চুক্তিতে সই করতে হচ্ছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। বিয়ের কোনও ছবি বা ভিডিয়ো শেয়ার করা যাবে না। বিয়ের স্থান ফাঁস করা যাবে না। এই রকম বেশ কিছু শর্ত রয়েছে তাতে। আর রোজই নাকি নতুন শর্ত জুড়ছে সেই তালিকায়। তা নিয়ে আমন্ত্রিতদের অনেকেই রীতিমতো ক্ষুব্ধ। সম্প্রতি একটি বিনোদন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আমন্ত্রিতদের জন্য নাকি রোজ নতুন নতুন শর্ত আরোপ করা হচ্ছে। এটা তো দেশের কোনও গোপন তথ্য নয়, এত গোপনীয়তা রাখতে হচ্ছে কেন! শুধুমাত্র একটা বিয়ে তো!
শোনা যাচ্ছে, ওমিক্রন (omicron) আশঙ্কায় শেষমুহুর্তে আমন্ত্রিতদের তালিকায় যথাসম্ভব কাটছাঁট করতে চাইছেন হবু দম্পতি। ক্যাটরিনার পরিবারের বেশ কয়েকজনের বিদেশ থেকেও আসার কথা। কেন্দ্রের জারি করা নতুন নিয়মে তা-ও খানিকটা অনিশ্চিত।
এখনও অবধি যা জানা যাচ্ছে, ভিকি কৌশল- ক্যাটরিনা কাইফের বিয়ের আসরে উপস্থিত থাকার কথা করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, অনুষ্কা শর্মারা।