সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর(Weather Department) জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় আরও কিছুটা উর্ধ্বগামী হবে পারদ।
বঙ্গোপসাগরে(Bay of Bengal) নিম্নচাপের কারণে সোমবার থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। এছাড়াও ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন- PUBG Addiction Causes Death: PUBG খেলতে গিয়ে ট্রেনে ধাক্কা লেগে মৃত্যু দুই কিশোরের
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গল ও বুধবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বুধবারের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে ।