নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীত(Winter) পড়েছে রাজ্যে । মঙ্গলবারই কলকাতার(Kolkata) তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ।
কলকাতার সঙ্গে জেলার পারদও নিম্নমুখী । আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে । অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও কিছুটা কমেছে তাপমাত্রা ।
আরও পড়ুন, India Covid Update : দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হলেন ৬,৯৮৪ জন, মৃত ২৪৭
বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ মূলত পরিষ্কার থাকবে । রাতে কমবে তাপমাত্রা । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন-চারদিন বজায় থাকবে শীত ।