পুরভোটের দিনক্ষণ নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) । ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট (Municipal Election) করাতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্য । এবার তাতেই সম্মতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ।
রাজ্যের প্রস্তাব মতোই ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোটের দিন ঠিক করা হয়েছে । গণনার দিন ধার্য হয়েছে ২২ ডিসেম্বর । পুরভোট আয়োজনের বিষয়ে সম্মতিপত্র পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরে । ১২ নভেম্বর পুরভোট নিয়ে বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন । এই বিষয়ে কলকাতা ও হাওড়ার নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছে কমিশন ।
কিন্তু, বিজেপি এখনই রাজ্যে পুরভোট চাইছে না । বিজেপির দাবি, রাজ্যের সব পুরসভায় বকেয়া ভোট একসঙ্গে করাতে হবে । আগেও এই বিষয়ে সরব হয়েছে বিজেপি । রাজ্যের প্রস্তাবে নির্বাচন কমিশন সায় দিতেই এবার হাইকোর্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বিজেপি ।
কলকাতার ১৪৪টি ও হাওড়ার ৫০টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে আগামী ১৯ ডিসেম্বর, রবিবার। গণনার দিন ধার্য হয়েছে ২২ ডিসেম্বর বুধবার ।