গণনা ঘিরে কড়া নিরাপত্তা মুর্শিদাবাদের দুই কেন্দ্রে। জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রয়েছে রাজ্য পুলিশের বিশাল বাহিনী। এই দুই কেন্দ্রেও ভবানীপুরের মতোই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিজয় মিছিলে।
নির্বাচন কমিশন জানিয়েছে, জঙ্গিপুরে ২৬ রাউন্ড, সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে। সপ্তম দফায় এই দুই কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রার্থীর মৃত্যুতে তা স্থগিত হয়ে যায়।
Bhawanipur Bypoll: বিজয়মিছিলে 'না', কড়া নিরাপত্তা ভবানীপুরের গণনাকেন্দ্রে
জঙ্গিপুরে অনেকটাই এগিয়ে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। তবে সামশেরগঞ্জে লড়াই দিতে পারে কংগ্রেস। জনবিন্যাসের নিরিখে কিছুটা পিছিয়ে বিজেপি। এমনটাই মত রাজনৈতিক মহলের।