কৃষকদের (Farmer) ক্ষতিপূরণের দাবিতে সিঙ্গুরে (Singur) তিনদিনের ধর্না কর্মসূচিতে (Dharna) বসল রাজ্য বিজেপির (BJP West Bengal) কিষাণ মোর্চা (Kishan Morcha)। মঙ্গলবার ধর্না মঞ্চ থেকে রাজ্য সরকার (West Bengal Govt)-কে আক্রমণ করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। (Sayantan Banerjee)। তাঁর অভিযোগ, "বাংলায় সারের দাম সবচেয়ে বেশি। ক্ষতিপূরণ পাচ্ছেন না কৃষকরা। বিদ্যুতের দাম বাংলায় সবথেকে বেশি। তাই অবস্থান করছে বিজেপি।"
তাঁর আরও অভিযোগ, "বাংলায় সারের দাম নিয়ে কালোবাজারি হয়। ক্ষতিপূরণ পাচ্ছে না কৃষকরা। থার্ড পার্টি ইনসুরেন্স চলছে। ক্ষতিপূরণ পাওয়া যায় না। ডিজেলের দাম অনেক বেশি। বিদ্যুতের দাম বাংলায় সবথেকে বেশি। MSP-এর টাকা পেতে গেলে ঘুষ দিতে হয়। বাংলার কৃষক সবদিক থেকে সর্বস্বান্ত। তাই আজকের অবস্থান।"
সিঙ্গুরে (Singur) জমি আন্দোলন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে তৃণমূল নেত্রীকে সমালোচনা করেন তিনি। সায়ন্তনের দাবি, "এখান থেকে ধ্বংসের রাজনীতি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। ভারতের সবথেকে বড় শিল্পগোষ্ঠীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। গোয়ার মহিলাদের ৫০০০ টাকা আর এখানে ৫০০ টাকা দেওয়া হচ্ছে।"
আরও পড়ুন: বিজেপির কর্মসূচী 'দিব্য কাশী, ভব্য কাশী', কৃষ্ণনগরের মাজদিয়ায় পুজো দিলেন জয়প্রকাশ মজুমদার
মঙ্গলবার ১২টা থেকে সিঙ্গুরে ধর্না কর্মসূচি শুরু করেছে বিজেপি। যোগ দেওয়ার কথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের।