কলকাতা পুরসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল (TMC) এবং বামফ্রন্ট (Left Front)। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এখনও প্রার্থীতালিকা স্থির করে উঠতে পারেনি। কবে প্রার্থীতালিকা ঘোষণা হবে তা-ও অনিশ্চিত।
রবিবার কলকাতায় যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি জানান, প্রার্থীতালিকা সোমবার প্রকাশ করার চেষ্টা করা হবে।
TMC, Congress: শীতকালীন অধিবেশনে কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয়েও আপত্তি তৃণমূলের
সুকান্ত একটি সংবাদমাধ্যমকে বলেন, "আচমকা ভোট ঘোষণা হয়ে যাওয়ায় আমরা এখনও সব চূড়ান্ত করে উঠতে পারিনি। আমরা গোটা রাজ্যে একসঙ্গে পুর নির্বাচন চেয়েছিলাম। কিন্তু শুধু কলকাতার জন্য যে ভাবে একতরফা নির্বাচন ঘোষণা হয়েছে, তাতে তো শাসকের উদ্দেশ্য স্পষ্ট।"