পশ্চিমবঙ্গের (West Bengal) নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলতে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) সঙ্গে দেখা করবেন বঙ্গ বিজেপির সাংসদরা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সময় দিয়েছেন।
TMC: জোট ধাক্কা সামলাতে ১৩ ডিসেম্বর একযোগে গোয়া সফর মমতা, অভিষেকের
সংসদের শীতকালীন অধিবেশনে অংশ নিতে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদরা নয়াদিল্লিতে আছে। রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) সহ রাজ্যের বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীর কাছে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগ সবিস্তারে জানাবেন।