শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। শনিবার কলকাতায়(Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০.৫ মিলিমিটার।
কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকলেও বেশকিছু জেলায় বৃষ্টি হয়েছে। নদিয়া জেলার বিভিন্ন স্থানে সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে জলীয়বাষ্প জেলাগুলিতে প্রবেশ করছে। তার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
Metro Smart Card: মেট্রো স্মার্ট কার্ডের (Metro Smart Card) সিকিউরিটি ডিপোজিট বাড়ল
নদিয়া ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা(Rain Forecast) রয়েছে। তবে বাড়তে পারে রাতের তাপমাত্রা। ফলে বলাই যায় পূবালি হাওয়ার দাপটে জাঁকিয়ে পড়ার আগেই শীতের(Winter) ইনিংস কার্যত একপ্রকার শেষ হয়ে গেল।