শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। চলছে পুজো মণ্ডপগুলোর উদ্বোধন । এইসময় রাজ্যে করোনার উর্ধ্বমুখী গ্রাফ চিন্তা বাড়াচ্ছে । রাজ্য স্বাস্ত্য দফতরের পাওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮৪ জন । মৃত্যু হয়েছে ৬ জনের । এদিকে, সুস্থতার হারে কোনও পরিবর্তন হয়নি ।
রাজ্যের অন্য জেলায় সংক্রমণের প্রভাব তেমন বেশি না হলেও, চিন্তা বাড়াচ্ছে কলকাতা । গত ২৪ ঘণ্টায় শহরে আক্রান্তের সংখ্যা ১৫৮ । মৃত্যু হয়েছে একজনের । এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা । সেখানে আক্রান্ত হয়েছে ১২৮ জন ও মৃত্যু হয়েছে ২জনের । হাওড়াতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা ।
কোভিড বিধির জন্য পুজোর নির্দেশিকা দিয়েছে কলকাতা হাইকোর্ট । সিঁদুর খেলায় ও অষ্টমীর অঞ্জলিতে মিলেছে ছাড় । তবে, ভ্যাকসিনের দুটো ডোজ় থাকতে হবে । এদিকে, করোনা পরিস্থিতিতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য ব্যবস্থা নিয়েছে লালবাজার । প্রত্যেকটি পুজো মণ্ডপে এবার মোতায়েন থাকছে পুলিশ ।