ভিকি-ক্যাটরিনার (Vicky-Katrina) বিয়ে নিয়ে সরগরম বলিউড । রাজস্থানের সাওয়াই মাধেপুরের বিলাসবহুল প্রাসাদে বসছে তাঁদের বিয়ের আসর । এই হাইপ্রোফাইল বিয়েতে ইতিমধ্যেই নিমন্ত্রিতদের প্রবেশাধিকার নিয়ে একাধিক নিয়ম জারি করা হয়েছে । আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা-ব্যবস্থা । এমনকী, ভিকি-ক্যাটের বিয়ের প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসনের আধিকারিকরা একটি বৈঠকও সেরে ফেলেছেন । এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিয়ের আয়োজকরাও(Wedding organisers)।
সূত্রের খবর, মুম্বইয়ের একটি নামজাদা ওয়েডিং প্ল্যানিং কোম্পানি(Wedding Planning Company) মেহেন্দি থেকে সঙ্গীত বিয়ের যাবতীয় অনুষ্ঠানের দায়িত্বে রয়েছে । ওই সংস্থা এর আগে বহু সেলেবের বিয়ের আয়োজন করেছে । জানা গিয়েছে, এক বলিউড অভিনেত্রী ও মার্কিন যুক্তরাজ্যের গায়ক এবং এক ক্রিকেটার ও বলিউড অভিনেত্রীর বিয়ের আয়োজন করেছিল ওই নামজাদা কোম্পানি । সূত্র মারফত আরও জানা যাচ্ছে, প্রায় ৮০-৯০ জন বাউন্সার(Bouncer) রিসর্টের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ।
৬ ডিসেম্বরই রাজস্থানে পৌঁছাচ্ছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ । ৪ দিনের বিয়ের অনুষ্ঠান চলাকালীন যাতে যানবাহন চলাচলে কোনও সমস্যা না হয়, সেই বিষয়েও প্রশাসনিক বৈঠকে আলোচনা হয় ।
ভিকি-ক্যাটের বিয়েতে প্রবেশ করতে গেলে অতিথিদের দুটি ডোজের টিকার সার্টিফিকেট থাকতে হবে । যাঁরা ভ্যাকসিনের দুটি ডোজ নেননি, তাঁদের জন্য আরটি-পিসিআর বাধ্যতামূলক । রিসর্টের কর্তৃপক্ষকে নাকি এমনই নির্দেশ দেওয়া হয়েছে ।
আরও পড়ুন, Vicky-Katrina Wedding: ভিকি-ক্যাটের বিয়েতে আমন্ত্রিতদের দেওয়া হচ্ছে গুচ্ছের শর্ত, অসন্তুষ্ট অনেকেই
তারকা যুগল তাঁদের বিয়ের কথা যতই লুকিয়ে রাখার চেষ্টা করুন না কেন, কড়া ঘেরাটোপের মধ্যে থেকেও জানা যাচ্ছে, তাঁদের বিয়েতে সাওয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় ১২০ জনেরও বেশি অতিথির জন্য প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ । । জানা গিয়েছে ৭ ডিসেম্বর থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে । ৭ ডিসেম্বর রয়েছে ভিকি-ক্যাটের মেহেন্দি ও সঙ্গীত । ৮ ও ৯ ডিসেম্বর তাঁদের বিয়ের অনুষ্ঠানগুলি হবে বলে জানা গিয়েছে ।