বাঙালির ড্রয়িংরুমে এখনও তিনি বকুল। জনপ্রিয় ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করেই মানুষের মন জয় করেছিলেন অভিনেত্রী ঊষসী রায়। সম্প্রতি ঊষসীর জন্মদিন উদযাপন হল বেশ ঘটা করেই। ইন্ডাসট্রির বেশ কয়েকজন চেনা মুখেরাও হাজির ছিলেন তাঁর বার্থডে পার্টিতে। সেলিব্রেশনের ছবি নিজেই ইন্সটাগ্রামে শেয়ার করেছেন বকুল থুড়ি ঊষসী নিজেই।
কততে পড়লেন অভিনেত্রী? উহু। তা বলা মানা। কেকের ছবি ছিল ঠিকই, কিন্তু মোম তো জ্বলেছে মাত্র দুটো। অভিনেত্রীসুলভ আচরণই বটে। বয়স প্রকাশ্যে না এনে রহস্য বারালেন ঊষসী।