ত্রিপুরার বুকে লাগাতার শক্তি বাড়িয়ে চলছে তৃণমূল কংগ্রেস। শুক্রবারেও বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৪৭ পরিবারের ১৯৬ জন ভোটার। তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিকের বাড়িতে হয় যোগদান সভা। এই যোগদান সভার পর একটি সাংবাদিক সম্মেলন করা হয় ৩১ শে অক্টোবর অভিষেক ব্যানার্জি ত্রিপুরায় আসছে তার প্রস্তুতি নিয়ে।
বাইটঃ কুণাল ঘোষ, তৃণমূল নেতা (00:04-01:04)
এদিকে ত্রিপুরায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান অব্যাহত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগরতলায় যাওয়ার আগে বড় ধাক্কা বিজেপিতে। ত্রিপুরা বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য পরীক্ষিত দেববর্মা তৃণমূলে যোগ দিয়েছেন। কুণাল ঘোষ ও সুম্মিতা দেবের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দেন।
Mamata Banerjee at Goa: ভূমিপুত্ররাই চালাবেন গোয়ার তৃণমূল, ভোটপ্রচারে ফুটবল খেলবেন, জানালেন মমতা
এই দলবদলে ত্রিপুরার উপজাতি এলাকায় তৃণমূলের শক্তি বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।