রাত পোহালেই পুরভোট ত্রিপুরায় (Tripura Election)। ইলেকট্রনিক ভোটিং মেশিনেই হবে ভোটগ্রহণ।ইতিমধ্যেই EVM নিয়ে কেন্দ্রের দিকে রওনা হয়েছেন ভোটকর্মীরা।
ত্রিপুরার পুরভোট নিয়ে পারদ ক্রমশ চড়ছে। পুরভোটের প্রচারপর্বে শাসক বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছে বিরোধী CPM এবং তৃণমূল। একাধিকবার ত্রিপুরায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা।
Saayoni Ghosh: ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে, কলকাতা ফিরে দাবি সায়নী ঘোষের
যদিও সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল বিজেপি। তাদের দাবি, হালে পানি না পেয়েই সন্ত্রাসের কথা বলছেন বিরোধীরা।