দেশে ফের বাড়ল ওমিক্রন (Omicron)। সোমবার মহারাষ্ট্রে (Maharashtra) আরও দুজন ব্যক্তির শরীরে পাওয়া গেল কোভিডের এই নয়া প্রজাতি (New Variant)। দেশে এখনও পর্যন্ত মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩।
দেশে প্রথম ওমিক্রন ধরা পড়ে কর্নাটকে। দুই ব্যক্তির শরীরে পাওয়া যায় এই ভাইরাস। গুজরাতের জামনগর ও মহারাষ্ট্রেও পাওয়া যায় একজন করে ওমিক্রন আক্রান্ত ব্যক্তি। এরপর মহারাষ্ট্রের পুনেতে সাতজন ও জয়পুরে নয়জনের শরীরে হানা দেয় ওমিক্রন। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন জয়পুরের একটি পরিবার। রবিবার রাজধানী নয়াদিল্লিতে এক ব্যক্তির শরীরে ধরা পড়ে কোভিডের এই নয়া স্ট্রেন।
কোভিডের এই নয়া প্রজাতি ওমিক্রন নিয়ে প্রত্যেক রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সতর্ক করেছে কেন্দ্র। রাজ্যগুলোকে এয়ারপোর্টেও নজর রাখতে বলা হয়েছে। এই নয়া প্রজাতির জন্য আন্তর্জাতিক বিমান পরিষেবাতেও নতুন গাইডলাইন এনেছে কেন্দ্র।