শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) তৃণমূল (TMC) করুন বা বিজেপি(BJP), তিনি বন্ধুর পাশেই থাকবেন। এমনই জানালেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)।
শহরের একটি রেডিয়ো চ্যানেলের ইউটিউব টক শো-য়ে সঞ্চালিকা হয়ে আসছেন নুসরত। বৃহস্পতিবার সেই টক শো— ‘ইশক উইথ নুসরত’-এর আনুষ্ঠানিক ঘোষণায় শ্রাবন্তীকে নিয়ে মুখ খুললেন নুসরত। সাংবাদিকদের সামনে তিনি বললেন, ‘‘শ্রাবন্তী আমার বন্ধু। খুব ভাল বন্ধু। যা সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য ওকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। শ্রাবন্তী তৃণমূল করুক, বা বিজেপি, কোনও ক্লাবে গিয়ে পার্টি করুক বা আমার বাড়িতে এসে আমার সঙ্গে পার্টি করুক— ওর পাশে আমি সব সময়ে আছি।’’ শ্রাবন্তীর রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাইলেন না সাংসদ।
Anupam Roy-Piya Chakraborty: বিবাহবিচ্ছেদ অনুপম রায়-পিয়া চক্রবর্তীর, তবে 'বন্দুত্বে অটুট' দুজনেই