তৃণমূলের (TMC inner clash)গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়াল ঘোলা পশ্চিম তেঘরিয়া এলাকায়। সংঘর্ষে আহত হয়েছেন একজন। এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ঘোলা থানার পুলিশ।
আরো পড়ুন:Mahua Maitra: ED, CBI ডিরেক্টরের মেয়াদবৃদ্ধিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে
কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway) সংলগ্ন পশ্চিম তেঘরিয়া এলাকায় রাত দশটা নাগাদ ঘোলা (Ghola) মুরাগাছা শিলপাড়া এলাকার বাসিন্দা বিটু সিং নামে এক তৃণমূল কর্মী চায়ের দোকানে বসে গল্প করছিলেন বন্ধুদের সঙ্গে। সেই সময় বিজেপি (BJP) থেকে নির্বাচনের ঠিক আগেই সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সুদীপ দাস ওরফে ঘন্টুর নেতৃত্বে ১৪-১৫ জন তাঁর উপরে চড়ায় হন বলে দাবি। রিভলভারের বাঁট দিয়ে রাস্তায় ফেলে মারধোর করা হয় বিট্টু সিং নামে ওই তৃণমূল কর্মীকে।
পুরনো বিবাদকে কেন্দ্র করেই এই হামলা, এমনটাই অভিযোগ পরিবারের লোকজনের। আদি ও নব্য তৃণমূল কর্মীদের এই গোষ্ঠীদ্বন্দ্বে প্রবল উত্তেজনা ছড়াল পশ্চিম তেঘরিয়া এলাকায়। বিট্টু সিং নামে ওই তৃণমূল কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।।ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।