আজ তারা মায়ের আবির্ভাব দিবস । কথিত আছে শুক্লা চতুর্দশীর দিন তারাপীঠে মা তারার আবির্ভাব হয়েছিল । সেই কত কাল আগে থেকে আজকের দিনে তারাপিঠে মা তারাকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে নিয়ে এসে মন্দিরের সামনে বিরামমঞ্চে রাখা হয় । সন্ধ্যায় সন্ধ্যারতির পর ফের মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ।
আজকের দিনে ভক্তেরা মা তারাকে স্পর্শ করে পুজো দিতে পারেন। আজ দুপুরে মাকে কোনও ভোগ নিবেদন করা হয়না । সেবাইতদের বাড়িতেও কোন রান্না হয়না ।এই দিনটিতে সেবাইত সহ এলাকার বাসিন্দারা উপবাস থাকেন । সন্ধ্যায় মা তারাকে মুল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়ার সেখানে ভোগ নিবেদন করা হয় । তারপর উপবাস ভঙ্গ করেন এলাকার মানুষ।
কথিত আছে জয় দত্ত নামে এক বণিক দ্বারকা নদী ধরে বানিজ্য করতে যাওয়ার সময় এই তারাপীঠে নোঙর করেছিলেন । সেই সময় সাপের কামড়ে তার পুত্রের মৃত্যু হয় । বণিকের ভৃত্যেরা রান্না করার জন্য একটি কাটা শোলমাছ তারাপীঠের একটি পুকুরে ধুতে গেলে কাটা মাছটি জ্যান্ত হয়ে জলে চলে যায় । বিষয়টি বণিককে জানালে বণিক তার মৃত ছেলেকে সেই পুকুরের জলে নিয়ে গিয়ে স্নান করাতেই তারা তারা ধ্বনি দিয়ে বণিক পুত্র বেঁচে ওঠেন । সেই রাতেই বণিক মা তারার স্বপ্নাদেশ পান । এবং সেই রাতেই তারাপীঠে মাতারাকে তিনি প্রতিষ্ঠা করেন ।