রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা প্রাক্তন রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে নতুন পদ দিল রাজ্য সরকার। সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস অ্যাকাডেমির প্রধান করা হচ্ছে। বাংলা থেকে আরও বেশি সংখ্যক সরকারি আমলা তৈরির উদ্দেশ্যেই এই অ্যাকাডেমিটি চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
সুরজিৎবাবু বিগত তিন বছর ধরে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা পদে ছিলেন। বিধানসভা ভোট প্রক্রিয়া চলাকালীনই নির্বাচন কমিশন নির্দেশ দেয়, পদে থাকলেও নিষ্ক্রিয় থাকতে হবে সুরজিৎবাবুকে। সোমবারই রাজ্য নিরাপত্তা উপদেষ্টা পদে সুরজিৎবাবুর মেয়াদ শেষ হয়েছে। এদিকে আবার আলাপন বন্দ্যোপাধ্যায় সোমবারই নিযুক্ত হয়েছেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে। তার ফলে নতুন করে নিরাপত্তা উপদেষ্টার প্রয়োজন ফুরিয়েছে বলেই সুরজিৎকর পুরকায়স্থকে এই পদে বসানোর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, প্রশাসনের একাংশের মত এমনটাই।