৩১ জুলাইয়ের মধ্যে গোটা দেশে চালু করতে হবে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে কেন্দ্রীয় সরকারকেও একাধিক নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। অসংগঠিত শ্রমিকদের নাম রেজিস্ট্রেশনের জন্য কেন্দ্রীয় পোর্টাল তৈরি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৩১ জুলাইয়ের মধ্যে তা করার কথা বলা হয়েছে। রাজ্য ও কেন্দ্রের উদ্দেশে যৌথ বার্তায় সুপ্রিম কোর্টের নির্দেশ, শ্রমিকদের বিনামূল্যে রেশনের ব্যবস্থা করুক রাজ্য, রেশন পাঠানোর ব্যবস্থা করবে কেন্দ্র। দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যে এক দেশ এক রেশন কার্ড চালু হলেও বাংলায় এখনও তা হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার রাজ্য-কেন্দ্র সংঘাতে জড়িয়েছে। পাশাপাশি কেউ যাতে অভুক্ত না থাকে সেটা নিশ্চিত করার বার্তা দিতে সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে জানিয়েছে, প্রয়োজনে অতিমারি শেষ না হওয়া পর্যন্ত কমিউনিটি কিচেন চালান।