জয় বন্দ্যোপাধ্যায়ের (Joy Banerjee) বিজেপি(BJP) ছাড়ার প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । তাঁর দল ছাড়ার বিষয়টাকে তেমন গুরুত্ব দিতে চাইছেন না তিনি ।
সুকান্ত মজুমদার জানান, কে দল ছাড়ল তাতে তাদের কিছু যায় আসে না । তিনি বলেন, " জয় বন্দ্যোপাধ্যায় যখন ছিল না, তখনও বিজেপি ছিল । ভবিষ্যতেও বিজেপি, বিজেপির মতোই থাকবে "
Joy Banerjee: বিজেপি ছাড়ার পথে জয় বন্দ্যোপাধ্যায়, যোগ দিতে পারেন তৃণমূলে
শনিবারই বিজেপি ছাড়ার ঘোষণা করেছেন জয় বন্দ্যোপাধ্যায় । এই মর্মে নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন তিনি । বিজেপির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেতা । পাশাপাশি, তাঁর অভিযোগ, তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া হয়েছে । শোনা যাচ্ছে, তৃণমূলে কংগ্রেসে যোগ দিতে পারেন জয় বন্দ্যোপাধ্যায় । সেরকমই ইঙ্গিত দিয়েছেন তিনি ।