লর্ডসের সঙ্গে বাঙালির একটা সম্পর্ক আছে বলা যায় । শুরুটা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) থেকে । লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই টি-শার্ট খুলে ওড়ানোর ইতিহাস তো সবার জানা । এবার আরও এক বাঙালি লর্ডসে নাকি ছক্কা হাকাতে চলেছেন । তবে তিনি সিনেমার জগতের, একজন পরিচালক । শোনা যাচ্ছে, পরিচালক সৃজিত মুখার্জি(Srijit Mukherji) তাঁর পরবর্তী ছবি 'সাবাশ মিঠু'(Shabaash Mithu) ছবির শুটিং করবেন লর্ডসে ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়েছে । সোশ্যাল মিডিয়ার একজনের পোস্ট থেকে জানা গিয়েছে, শনিবারই নাকি লন্ডন উড়ে গিয়েছেন সৃজিত । তিনি সৃজিতকে ট্যাগও করেছেন । তিনি পোস্টে জানিয়েছেন, সৃজিত নাকি লর্ডসের ম্যাপ বুঝে নিয়েছেন বন্ধু ইন্দ্রনীল রায়ের কাছে । লর্ডসে যাওয়ার আগে তিনি নাকি বলে গিয়েছেন মাঠে কাট বলবেন না, গেঞ্জি খুলে ওড়াবেন । যদিও সৃজিত মুখার্জি এই বিষয়ে কিছুই জানাননি ।
লর্ডসে শুটিং প্রথম নয়, এর আগেও দুটো সিনেমার শুটিং হয়েছে । একটা হল 'ফেরারি কি সওয়ারি' ও অন্যটি হল '৮৩' ।
Mimi Chakraborty : শেষ হল 'মিনি'-র শুটিং, ইনস্টাগ্রামে শুটিংয়ের মুহূর্ত শেয়ার করলেন মিমি
ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’ । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে তাপসী পান্নু । জোরকদমে এর শুটিং চলছে । মিতালি রাজের জীবনের নানা জানা-অজানা ঘটনা তুলে ধরা হবে এই ছবিতে ।