এবার করোনার কোপে বাতিল হল লোকাল ট্রেন। বাড়তে থাকা করোনা আবহে অতিরিক্ত ভিড় এড়াতে বৃহস্পতিবার থেকে বাতিল হল শিয়ালদা শাখায় নবমী-দশমীর স্পেশাল নাইট ট্রেন। গতকাল রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্পেশাল নাইট সার্ভিস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় পূর্ব রেল কর্তৃপক্ষ।
এর আগে অষ্টমী, নবমী ও দশমী, এই তিনদিনের জন্য শিয়ালদা শাখার বনগাঁ, রানাঘাট, ডানকুনি, বারুইপুর ও বজবজ, এই পাঁচ ডিভিশনে ৭ জোড়া স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করা হয়।
কিন্তু ভিড়ের চাপে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দর্শকদের ঢোকা বন্ধ হয়ে যাওয়ার পরেই তৎপর হয় পূর্ব রেল কর্তৃপক্ষ। তড়িঘড়ি নাইট সার্ভিস স্পেশাল বন্ধ করা হয়। কলকাতা পুলিশের তরফে পূর্ব রেলের এই বিজ্ঞপ্তি সোশাল মিডিয়ায় পোস্ট করে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।