দশমীর দিনে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Banerjee) সিঁদুর পরিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে বুধবার শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) জানালেন, দশমীর ঘটনা সিঁদুর নিয়ে 'ছেলেখেলা' ছিল না। কী তার পরিণতি, তাও খুব তাড়াতাড়ি তিনি জানিয়ে দেবেন এমন দাবিও করেছেন শোভন।
ফেসবুক লাইভে (Facebook live) তিনি বলেন, ‘‘দশমীর দিন দৃশ্যমান হয়েছিল সিঁদুর খেলা। তা আপনারা ছেলেখেলা বলতে পারেন। কিন্তু তার বাস্তবতার প্রমাণিত সত্য তুলে ধরার বিষয়ে আমি শপথ নিয়ে রয়েছি।’’
এই প্রসঙ্গে তিনি নিজেকে তিন সন্তানের 'পিতা' হিসেবে তুলে ধরেন। বলেন, ‘‘আমি শোভন চট্টোপাধ্যায় শপথ নিয়ে বলছি, দুই সন্তান নয়, আমার তিন সন্তান বর্তমান। সপ্তর্ষি চট্টোপাধ্যায়, সুহানি চট্টোপাধ্যায় এবং রিলিনা বন্দ্যোপাধ্যায়।’’
বুধবার বৈশাখীর ফেসবুক প্রোফাইল থেকে লাইভে আসেন শোভন। সেখানে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি। রত্নার সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলার কথা উল্লেখ করে বলেন, ‘‘রত্না চট্টোপাধ্যায় যে চক্রান্ত এবং যে নিম্নরুচির পরিচয় দিয়েছেন তা আগামী দিনে ফেসবুক লাইভ করেই সামনে আনব।’’