"পঞ্চায়েত নির্বাচনে কেউ জোর করে জেতার চেষ্টা করলে তার জায়গা হবে জেলে।" বিলকান্দায় শোভনদেব চট্টোপাধ্যায়ের(Sovondeb Chatterjee) সংবর্ধনা সভায় এসে এভাবেই দলীয় কর্মীদের সতর্ক করে দেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(Sougata Roy)। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে সৌগত রায়(Sougata Roy) বুঝিয়ে দেন দল বিষয়টিকে ভালোভাবে নেয়নি।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) কোনোভাবেই দলের কেউ জোর করে ভোট করাবেন না, হুঁশিয়ারির সুরেই জানিয়েছেন সাংসদ সৌগত রায়(MP Sougata Roy)। তবে এর সঙ্গে জড়িত থাকলে তাদের জেলে জায়গা হবে বলেও সাফ জানিয়ে দেন তিনি।
আরও পড়ুন- Firhad Hakim: ত্রিপুরার সোনামুড়ায় ফিরহাদের বিরুদ্ধে হুমকির অভিযোগে মামলা দায়ের
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) গোটা বাংলাজুড়ে বিরোধীরা বারবার সোচ্চার হয়েছিলেন ছাপ্পা ভোট, বুথ দখল, জোর করে মনোনয়ন প্রত্যাহার, লাগামছাড়া সন্ত্রাস নিয়ে। প্রায় ৯০ শতাংশ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জেতার অভিযোগ উঠেছিল রাজ্যের শাসকদলের(TMC) বিরুদ্ধে। আগামী পঞ্চায়েত নির্বাচনে যাতে ওই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য এখন থেকেই তৃণমূল(TMC) কর্মীদের প্রতি সতর্কবাণী শোনা গেল সাংসদ সৌগত রায়ের(Sougata Roy) গলায়।