এক হয়ে যাচ্ছে বিনোদন জগতের দুই নামকরা সংস্থা- সোনি পিকচার্স (Sony) আর জি নেটওয়ার্ক (ZEE)। মাসখানেক আগে এই খবর বাজারে প্রথম আসার পরেই হইচই পড়ে গিয়েছিল সব মহলে। জি-এর শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল ২৫ শতাংশ। সেই সময়ই বলা হয়েছিল ৯০ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ওয়াকিবহালমহল মনে করছে, এই প্রক্রিয়াকে 'ত্বরান্বিত' করতে চেয়ে জি-এর উদ্যোগ চোখে পড়ার মতো। গত সপ্তাহেই জি-এর সিইও পুনিত গোয়েঙ্কার তড়িঘড়ি লস অ্যাঞ্জেলেসে পৌঁছে গিয়ে সোনি-কর্তাদের সঙ্গে বৈঠক এরই ইঙ্গিত দিচ্ছে।
সূত্র জানিয়েছে, ক্রিসমাসের আগেই চুক্তিতে স্বাক্ষর করবে এই দুই সংস্থা। একটি ৯ সদস্যের বোর্ড গঠনও করা হবে বলে জানা গিয়েছে। যেখানে ৫ জন সোনি-কর্তা থাকবেন।
জানা গিয়েছে, জি-এর পক্ষ থেকে ওই বোর্ডে থাকবেন কেবলমাত্র পুনিত গোয়েঙ্কাই।