আইকোর (Icore) মামলায় সিবিআই (CBI)-এর মুখোমুখি কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। বৃহস্পতিবার সকালে ১০ টার পর সিবিআই দফতরে গিয়েছিলেন শোভন। তাঁর সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Baisakhi Banerjee)। এ দিন প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় শোভনকে।
দুপুর ১ টা নাগাদ সিবিআই দফতর থেকে বেরিয়ে শোভন জানান, কোনও অভিযোগ নেই তাঁর বিরুদ্ধে। সাক্ষী হিসেবে এ দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি। শোভন চট্টোপাধ্যায়ের দাবি আইকোর কর্তার ইচ্ছা ছিল উত্তম মঞ্চ কিনে নিয়ে বহুতল তৈরি করা হবে। কিন্তু উদ্যোগ নিয়ে বাঙালির আবেগের সঙ্গে জড়িত উত্তম মঞ্চকে রক্ষা করেছিলেন বলে উল্লেখ করেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর দাবি, এই সব বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে।
গত কয়েকদিন আগেই আইকোর চিট ফান্ড কেলেঙ্কারির সঙ্গে যোগ থাকার অভিযোগে কামারহাটির বিধায়ক মদন মিত্র ও তাঁর ছেলে স্বরূপ মিত্রকে সিবিআই তলব করে।